Saturday, February 25, 2012

ক্যালিগ্রাফির প্রেমে পড়ে...

শিল্পকলার একটি ভিন্নমত্রা হচ্ছে ক্যালিগ্রাফি। বিভিন্ন দেশে নানা লিপিতে ক্যালিগ্রাফি দেখা যায়। আরবি ক্যালিগ্রাফি বেশি দেখা যায়, যখন নেটে ক্যালিগ্রাফি লিখে সার্চ দেয়া হয়। কখনও দেখতে পাওয়া যায় ক্যালিগ্রাফিকে ধর্মীয় ট্যাগ না দিয়ে আন্তর্জাতিক সৌন্দর্য হিসেবে একে অবিহিত করা হচ্ছে।

আরবি ক্যালিগ্রাফি নিয়ে একটি প্রবাদ আছে- আল খত লিল আমিরে জামাল, ওয়া লিল গাণিয়ে কামাল, ওয়া লিল ফকিরে মাল। অর্থাৎ ক্যালিগ্রাফি বাদশাহর জন্য সৌন্দর্য, ধনীর জন্য পূর্ণতা এবং দরিদ্রের জন্য সম্পদ স্বরূপ।

আরবি ক্যালিগ্রাফি বহু অমুসলিমকে এতটাই আকৃষ্ট করেছে, কেউ কেউ মুসলমান হয়ে গেছে। জাপানের কৌচি হোন্ডা, ইউরোপের আয়েশা হল্যান্ড, আমেরিকার জাকারিয়া অন্যতম।







জাপানের কৌচি হোন্ডা,









জাপানের কৌচি হোন্ডার ক্যালিগ্রাফি






এলিনুর আয়েশা হল্যান্ড




মোহাম্মদ জাকারিয়া




মোহাম্মদ জাকারিয়ার ক্যালিগ্রাফি
 


বাংলাদেশের দুটো নতুন ক্যালিগ্রাফি















মনোগ্রাম
বাংলাদেশে ক্যালিগ্রাফি ফাউন্ডেশন



বাংলাদেশে ক্যালিগ্রাফি বলতে ট্রেডিশনাল ক্যালিগ্রাফি যেমন- বাশের কলম দিয়ে করা হয়, সেটা খুব বেশি একটা দেখা যায় না। অন্যদিকে ক্যালিগ্রাফি পেইন্টিং অর্থাৎ রঙ-রেখায় হরফ দিয়ে ক্যালিগ্রাফি চর্চা বেশি দেখা যায়। বাঙলা ক্যালিগ্রাফি যেমন হচ্ছে, তেমনি আরবি ক্যালিগ্রাফিও প্রচুর হচ্ছে। মোহাম্মদ আবদুর রহীমের নতুন ক্যালিগ্রাফি দেখুন।




এক. সাব্বি হিসমা-আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন। ক্যানভাসে এক্রিলিক রঙ।





দুই. আল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহ। হ্যান্ডমেড পেপারে একরামিন রঙ।





ডিজিটাল ক্যালিগ্রাফি